Bengali | Edited by Indrani Halder | Tuesday December 3, 2019
চন্দ্রযান ২-এর (Chandrayaan-2) ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময়ই ভেঙে পড়েছে, এমন আশঙ্কা করছিল সবাই, কিন্তু কিছুতেই ওই মুন ল্যান্ডারের ধ্বংসাবশেষের খোঁজ মিলছিল না, ফলে কেউই নিশ্চিত হতে পারছিলেন না যে ঠিক কী হল বিক্রম ল্যান্ডারের। এমনকি নাসাও ল্যান্ডার বিক্রমের সম্পর্কে নিশ্চিত করে বলতে পারছিল না। মার্কিন গবেষণা সংস্থার (NASA) এই অপারগতাই আগ্রহ বাড়িয়ে দিয়েছিল চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ারের। তিনি নিজের আগ্রহেই ইতিবাচকভাবে অরবিটারের তোলা নানা ছবি ভাল করে বিশ্লেষণ করতে শুরু করেন। আর তারপরেই মেলে সাফল্য। নির্দিষ্ট একটি জায়গা দেখিয়ে সেখানে বিক্রমের (Vikram Lander) ধ্বংসাবশেষকে নির্দেশ করে নাসার দৃষ্টি আকর্ষণ করেন ওই ইঞ্জিনিয়ার। এরপরেই নাসা বিক্রম ল্যান্ডার অবতরণের আগের ছবি এবং অবতরণের চেষ্টার পরের ছবি বিশ্লেষণ করে সন্ধান পায় তার ধ্বংসাবশেষের। মার্কিন গবেষণা সংস্থাটি অবশ্য ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার বিষয়ে চেন্নাইয়ের ওই ইঞ্জিনিয়ারকেই (Shanmuga Subramanian) কৃতিত্ব দেয়।
www.ndtv.com/bengali