Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday November 27, 2019
মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার ৮০ ঘন্টা নাটকীয় সময় কাটানোর পর, আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষার একদিন আগে, পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদে অজিত পাওয়ারের পদত্যাগের কিছুক্ষণ পরেই পদত্যাগ করেন দেবেন্দ্র ফড়নবিশও। অজিত পাওয়ারের মেরু বদল হতবাক করে দিয়েছিল বিজেপি বিরোধী জোটকে, এদিন সন্ধ্যাতেই তাঁর দলে ফেরার কথা। এনসিপির উচ্চ মহলের সূত্রের খবর, তিনি “ঘরে ফিরেছেন” এবং সরকার গঠনের জন্য মুম্বইয়ের ট্রিডেন্ট হোটেলে এনসিপি, কংগ্রেস ও শিবসেনার বৈঠকে যোগ দেবেন।
www.ndtv.com/bengali