Bengali | Edited by Anindita Sanyal, Biswadip Dey | Sunday August 18, 2019
অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা টুইটারে বহু বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন। কিন্তু রবিবার তিনি ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেুন ৭৩তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণকে। জানালেন, এই ভাষণ ছিল ‘‘সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক।’’পাটনার সাহিব লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন বছরের শুরুতে কংগ্রেসে যোগ দিয়েছেন। বরাবরই তিনি মোদি-বিরোধী। এর আগে তিনি বলেছিলেন বিজেপি ‘‘টু ম্যান আর্মি, ওয়ান ম্যান শো।’’ সেই শত্রুঘ্নর গলায় রবিবার ভিন্ন সুর। তিনি টুইট করেন এদিন সকালে। লেখেন, ‘‘আমি সত্যি বলার জন্য বিখ্যাত বা কুখ্যাত। এটা স্বীকার করছি, মাননীয় প্রধানমন্ত্রী, ১৫ আগস্ট, ২০১৯ আপনার লালকেল্লার ভাষণ ছিল অত্যন্ত সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক। দেশের প্রধান সমস্যাগুলিকে দারুণ ভাবে তুলে ধরেছেন।’’
www.ndtv.com/bengali