Bengali | Edited by Joydeep Sen | Sunday January 19, 2020
সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) "অপ্রয়োজনীয়"। গাল্ফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তবে আইনি (CAA-NRC) এই প্রক্রিয়া ভারতের "অভ্যন্তরীণ ইস্যু" বলেও মন্তব্য করেছেন তিনি। সেই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, "আমি বুঝতে পারছি না এটা (ভারত সরকার) কেন করেছে? এটার প্রয়োজন ছিল না।"
www.ndtv.com/bengali