Bengali | Edited by Indrani Halder | Tuesday February 11, 2020
দিল্লিতে এই নিয়ে দ্বিতীয়বার নির্বাচনে (Delhi election) একটি আসনও হাসিল করতে পারল না কংগ্রেস। অথচ সেই ব্যর্থতায় মুষড়ে পড়ার থেকেও তাঁদের দলের এটা ভেবেই স্বস্তি যে, শেষ পর্যন্ত দিল্লি বিধানসভার মসনদে বসছে না বিজেপি। অথচ এক সময় এই রাজধানীই কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল। ১৯৯৯ থেকে ২০১৩ সালের মধ্যে শিলা দীক্ষিতের (Sheila Dikshit) নেতৃত্বে এখানে তিনটি মেয়াদে রাজত্ব করে দেশের সর্বপ্রাচীন রাজনৈতিক দলটি। কিন্তু আজ তা অতীত। ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi election results 2020) একেবারে খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস, একটি আসনও পেল না তাঁরা (Congress)। বুথ ফেরত সমীক্ষাকে সত্যি করে ফের একবার দিল্লিতে আপের (Aam Adami Party) জয় জয়কার, যদিও ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে দিল্লিতে এবার অনেকগুলি বেশি আসন পেল আম আদমি পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি।
www.ndtv.com/bengali