Bengali | NDTV | Sunday July 21, 2019
শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন দিল্লির (Delhi) প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেত্রী শীলা দীক্ষিত (Sheila Dikshit)। রবিবার সকালে বিরোধী দল বিজেপির (BJP) রাজনৈতিক নেতা থেকে শুরু করে বহু শুভাকাঙ্ক্ষীর ভিড় প্রয়াত নেত্রীর বাড়িতে। বিজেপির সুষমা স্বরাজ, এলকে আদবানি এবং ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাসহ বহু বিরোধী রাজনৈতিক নেতানেত্রীরা প্রয়াত নেত্রীর বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাঁর মরদেহ মধ্য দিল্লির কংগ্রেস সদর দফতরে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে যমুনা নদীর তীরে নিগম বোধ ঘাটে তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। যে গাড়িতে নিয়ে করে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়, সেই গাড়ি সাদা ফুলে ঢাকা। নেত্রীর হাস্যমুখের একটি বড় ছবি গাড়ির উপরে রাখা হয়েছিল। শেষবারের মতো জনপ্রিয় নেত্রীকে দেখতে বিপুল জন সমাগম হয় সেখানে।
www.ndtv.com/bengali