Bengali | NDTV | Monday July 8, 2019
দেশে তখন ইংরেজদের রাজত্ব। কলকাতার দেখভালের জন্য ১৭৭৫ সালে প্রথম তৈরি হয় শেরিফ পদ। সেই সময় এই বিশেষ পদ অলঙ্কৃত করেছিলেন ম্যাকরাবে। অরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। ইংরেজের রাজত্ব শেষ হয়েছে এক সময়। কিন্তু এই সম্মানজনক পদটি রয়েই গেছে। প্রথম ভারতীয় হিসেবে এরপর ১৮৭৪ সালে এই আসনে বসেন মানেকজি রুস্তমজি। ১৮৭৫-এ কলকাতা প্রথম পা বাঙালি শেরিফকে। তিনি রাজা দিগম্বর মিত্র।
www.ndtv.com/bengali