Bengali | Edited by Indrani Halder | Friday February 14, 2020
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এখনও দেশ জুড়ে বিক্ষোভ (CAA Protests) চলছে, বিরোধীরা বলছেন বিতর্কিত এই আইনটি প্রয়োগ করলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে। এই পরিস্থিতিতে এবার সিএএ (Citizenship Amendment Act) নিয়ে মুখ খুললেন বিজেপির জোটসঙ্গী ও শিরোমণি আকালি দলের (Shiromani Akali Dal) নেতা প্রকাশ সিং বাদল। একটি সরকারের কখনও ধর্মের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা উচিত নয়, বললেন তিনি। পাশাপাশি সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ওই প্রবীণ নেতা(Parkash Singh Badal)।
www.ndtv.com/bengali