Bengali | Reported by Sunil Prabhu, Edited by Biswadip Dey | Sunday November 17, 2019
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session Of Parliament)। তার আগে রবিবার দু’টি সর্বদলীয় বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের নেতারা একত্রিত হয়ে অধিবেশনের অ্যাজেন্ডা নিয়ে আলোচনা করবেন। শনিবারই বৈঠক শুরু হয়েছে। এবারের অধিবেশনে নাগরিক (সংশোধনী) বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। ওই বিলে অন্য দেশের অ-মুসলিম নাগরিকদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী টুইট করে জানান, তিনি একটি ফলপ্রসূ সংসদ অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছেন যেখানে গণকেন্দ্রিক ও উন্নয়নমূলক ইস্যু নিয়ে পর্যালোচনা হবে। প্রথম সর্বদলীয় বৈঠকের আগে এনডিএ-র শরিক দলগুলির মধ্যে একটি বৈঠক হওয়ার কথা। বিজেপির পুরনো জোটসঙ্গী শিবসেনা (Shiv Sena) ওই বৈঠকে থাকবে না বলে জানিয়েছে।
www.ndtv.com/bengali