Bengali | Edited by Indrani Halder | Friday November 22, 2019
না, কোনওভাবেই আর পুরনো জোটসঙ্গী ভারতীয় জনতা পার্টির সঙ্গে ভাব জমাবে না শিবসেনা, সাফ জানানো হল উদ্ধব ঠাকরের দলের পক্ষ থেকে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত শুক্রবার বলেন "দেবরাজ ইন্দ্রের সিংহাসন দেওয়ার কথা বললেও" বিজেপির সঙ্গে জোট বাঁধবেন না তাঁরা। পাশাপাশি তিনি আরও বলেন যে, মহারাষ্ট্রে সরকার গড়লে (Maharashtra Government Formation) আগামী ৫ বছরের জন্যে সে রাজ্যে (Maharashtra) মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন শিবসেনারই কোনও নেতা, তবে সূত্রের খবর দলের (Shiv Sena) তরফ থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে ওই পদে বসবেন উদ্ধব ঠাকরে।
www.ndtv.com/bengali