Bengali | Edited by Joydeep Sen | Saturday February 29, 2020
গোটা এলাকায় চোখে পড়েনি কোনও নাগরিককে। দিল্লি হিংসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিববিহার আদতে এখন ভূতপুরী। দেশের রাজধানী নয়াদিল্লির সংলগ্ন যে এই এলাকা, এখন দেখে তা মনেই হবে না। রবিবার থেকে ছড়িয়ে পড়া হিংসায় এখনও পর্যন্ত মৃত ৪২। জখম হয়ে চিকিৎসাধীন শতাধিক। গ্রেফতার ৮০০-র বেশি।
www.ndtv.com/bengali