Bengali | Edited by Indrani Halder | Wednesday June 10, 2020
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে (Shopian) ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। গোপন সূত্রে খবর পেয়ে উপত্যকায় (Jammu and Kashmir) লুকিয়ে থাকা জঙ্গিদের সন্ধানে বুধবার বিশেষ তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশনস গ্রুপ। ওই যৌথ অভিযান চলাকালীনই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনা জওয়ান ও পুলিশদের। এখনও পর্যন্ত সেনার চালানো গুলিতে (Shopian encounter) খতম হয়েছে ২ জঙ্গি।
www.ndtv.com/bengali