Bengali | Press Trust of India | Friday July 12, 2019
মুর্শিদাবাদে এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। এমনটাই জানিয়েছে পুলিশ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপডাঙ্গা গ্রামে তৃণমূলনেতা সফিউল হাসানকে গুলি করে খুন করা হয় বলে জানানো হয়েছে পুলিশ তরফে। পুলিশ জানিয়েছে, গাড়িতে যাচ্ছিলেন তৃণমূল নেতা সফিউল হাসান। সেই সময়, পথ আটকে, তাঁকে গাড়ি থেকে টেনে বের করে আনে দুষ্কৃতীরা। এরপরেই সফিউল হাসানকে গুলি করে তারা।
www.ndtv.com/bengali