Bengali | NDTV and Agencies | Thursday November 15, 2018
হিন্দু মহাকাব্য রামায়ণে উল্লিখিত প্রধান প্রধান স্থানগুলিতে ভ্রমণের জন্য চালু হয়েছে রামায়ণ এক্সপ্রেস। বুধবার দিল্লির সফদরজং রেল স্টেশন থেকে রওনা হয়েছে এই ট্রেনটি। এই ট্রেনটি তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়ে থামবে। মাঝের ১৬ দিনের যাত্রায় রামের জীবনের সাথে যুক্ত সকল গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলগুলিতে যাত্রা করবে এই ট্রেন। প্রথম দিনেই রামায়ণ এক্সপ্রেস ৮০০ জন যাত্রী নিয়ে রওনা হয়েছে।
www.ndtv.com/bengali