Bengali | Edited by Indrani Halder | Thursday May 14, 2020
দেশে জাঁকিয়ে বসেছে মারণ ভাইরাস করোনা (Coronavirus)। এবার এই কোভিড- ১৯ এর সংক্রমণ রোধে ভারত চারটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ওষুধের (Ayurveda Coronavirus) ফর্মুলা নিয়ে কাজ শুরু করেছে এবং শিগগিরই এটা কতটা কার্যকরী ফল দিচ্ছে তারও বিচার বিশ্লেষণ শুরু হবে, আশার আলো দেখিয়ে টুইট করলেন কেন্দ্রীয় আয়ুষ (AYUSH) প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক। বরাবারই ভারতে আয়ুর্বেদ, যোগ, ইউনানী, সিদ্ধা এবং হোমিওপ্যাথির চর্চা হয়ে আসছে। এবার করোনাকে রুখতে ঐতিহ্যবাহী আয়ুর্বেদেই ভরসা রাখছেন ওই কেন্দ্রীয় মন্ত্রী।
www.ndtv.com/bengali