Bengali | Biren Bhattacharya | Thursday August 1, 2019
তিন তালাক বিল (Triple talaq Bill) রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। তাৎক্ষণিক তিন তালাক বা তালাক শব্দটি তিনবার উচ্চরাণ করে স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের যে প্রথা মুসলিম সমাজে রয়েছে, তা নিষিদ্ধ করতে চায় কেন্দ্রীয় সরকার। বিলটির পক্ষে বিপক্ষে নানা ব্যক্তির নানা মত। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী তথা জামিয়ত-উলেমায়ে-হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী(Siddiqullah Chowdhury) বললেন, তিন তালাক বিলটিকে অত্যন্ত “কড়া” এবং এটি মুসলিম পার্সোনাল ল তে “সরাসরি হস্তক্ষেপ” করছে।
www.ndtv.com/bengali