Bengali | Edited by Indrani Halder | Wednesday September 11, 2019
Swachhta Hi Seva: বুধবার উত্তর প্রদেশের মথুরায় একটি স্বচ্ছ অভিযানে কর্মসূচিতে অংশ নিয়ে মহিলা সাফাই কর্মীদের পাশে থাকতে দেখা গেল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ওই মহিলা সাফাই কর্মীদের সঙ্গে শুধু কথা বলাই নয়, তাঁদের কাজে হাত মিলিয়ে মাটিতে বসে বর্জ্য থেকে প্লাস্টিক সাফাই করতেও দেখা যায় দেশের প্রধানমন্ত্রীকে। এর আগে একক ব্যবহার যোগ্য প্লাস্টিক অবসানের বার্তা দেন নরেন্দ্র মোদি।
www.ndtv.com/bengali