Bengali | Press Trust of India | Tuesday July 23, 2019
লোকসভা নির্বাচনের আবেহই উঠেছিল ইভিএম কারচুপির অভিযোগ। ভোটযন্ত্রে কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। ইভিএম বাতিল করে দিয়ে ব্যালট পেপারে ভোট করানোর দাবি উঠেছে। এই পরিস্থিতিতে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বললেন, ইভিএম কারচুপির কোনও শক্তপোক্ত প্রমাণ নেই, তবে এর কার্যকারিতা নিয়ে আশঙ্কা রয়েছে। তাঁর মতে, বিষয়টি নিয়ে সমস্ত বড়দলগুলির উচিত আলোচনা করা, এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে, এনিয়ে একটি এক্সপার্ট কমিটি গড়ে তোলার দাবি তোলা যেতে পারে। লোকসভা নির্বাচনে ইভিএমের কার্যকারিতা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল বলে মন্তব্য করেন তিনি।
www.ndtv.com/bengali