Bengali | Press Trust of India | Monday June 10, 2019
সিপি(আই)এম (CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) সোমবার বললেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত নয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি(Sitaram Yechury) জানান, ঠিক কী ঘটছে তা জানার জন্য তৃণমূল স্তর থেকে খবর বের করা দরকার। তিনি বলেন, ‘‘নীতির দিক দিয়ে আমরা সব সময়ই রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলায় খারাপ হয়ে গিয়েছে, কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।'' শনিবার তৃণমূল ও বিজেপি (BJP) কর্মীদের সংঘর্ষের সময় তিন জন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সোমবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। রাজ্যের বর্তমান রাজনৈতিক হিংসা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই তাঁদের এই সাক্ষাৎ।
www.ndtv.com/bengali