Bengali | NDTV | Thursday August 1, 2019
কর্ণাটকের মঙ্গলুরুর কাছে একটি সেতু থেকে নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা বাদে পাওয়া গেছে ক্যাফ কফি ডে -র প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থের ( Cafe Coffee Day founder VG Siddhartha) মৃতদেহ। বুধবার সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই শোক যাত্রায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa) ও কংগ্রেসের প্রবীণ নেতা ডি কে শিবকুমার সহ বহু প্রবীণ রাজনীতিবিদ অংশ নিয়েছিলেন, তাঁর শেষকৃত্যে প্রায় কয়েকশো মানুষের ভিড় দেখা যায়। ৬০ বছর বয়সী এই ব্যবসায়ী ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের (SM Krishna) জামাই। বুধবার সকালে ভিজি সিদ্ধার্থের ( Cafe Coffee Day founder VG Siddhartha) মৃতদেহ দেখতে পায় দুজন জেলে, তা নেত্রবতী নদীর পেছনের দিকে ভাসছিল। ময়নাতদন্তের পর তার শবদেহটি ( Cafe Coffee Day founder VG Siddhartha) পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হয় ।
www.ndtv.com/bengali