Bengali | Edited by Joydeep Sen | Wednesday April 15, 2020
এই গবেষণার অন্যতম গবেষক মার্ক লিপসেচ বলেছেন,"গণজমায়েত থেকে ফের সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তবে সংক্রমণ মাত্রা বুঝতে নমুনা পরীক্ষা আবশ্যিক। একদিকে লকডাউন, নমুনা পরীক্ষা আর অন্যদিকে সামাজিক দূরত্ব বজায়। এই তিনের ব্যবহারে সংক্রমণকে দমন করা সম্ভব। এর ফলে হাসপাতালগুলো থেকে ভার অনেকটাই কমানো যাবে। পরিকাঠামোগত বদল আনা সম্ভব হবে"
www.ndtv.com/bengali