Bengali | NDTV | Friday December 21, 2018
আজ থেকে ১৩ বছর আগে কুখ্যাত গ্যাংস্টার সোহরাবউদ্দিন শেখ এবং তার ডানহাত তুলসিরাম প্রজাপতি (Sohrabuddin Shaikh Encounter Case Verdict) কোনও ভূয়ো এনকাউন্টারে মারা গিয়েছিল কি না, তা নিয়ে যে মামলা চলছিল, তাতে মুম্বই আদালত কিছুক্ষণ আগে রায় দিয়েছে। প্রমাণের অভাবে এই মামলায় অভিযুক্ত বাইশ জনকেই মুক্তি দেওয়া হয়েছে। আদালত জানিয়ে দিয়েছে যে, এই ঘটনার পিছনে কোনো রকম চক্তান্ত ছিল, এমন কিছু প্রমাণ করা সম্ভব হয়নি। এমনকী যে পক্ষ এমন অভিযোগ করেছিল, তারাও কিছু প্রমাণ করতে পারেনি। এই ঘটনায় রাজস্থান, গুজরাট ও অন্যান্য অঞ্চলের অফিসার মিলিয়ে মোট ২২ জন পুলিশ অফিসার অভিযুক্ত। এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা সিবিআই জানিয়েছে, রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দার জন্যই এই ভূয়ো এনকাউন্টারের ছক কষা হয়েছিল। প্রথমে অভিযুক্তের তালিকায় নাম ছিল বিজেপি সভাপতি অমিত শাহ সহ মোট ৩৮ জনের। পরে, প্রমাণের অভাবে তাঁরা অভিযোগ থেকে মুক্ত হয়ে যান।
www.ndtv.com/bengali