Bengali | Edited by Indrani Halder | Thursday December 26, 2019
"রিং অফ ফায়ার" বা "আগুনের আংটি" দেখেছেন কখনো ? যদি না দেখে থাকেন তাহলে আপনার জন্যে আজ (বৃহস্পতিবার) রয়েছে দুর্দান্ত সুযোগ। সকাল ৭.৫৯ মিনিট থেকে আকাশের দিক থেকে চোখ সরাবেন না, যে কোনও মুহূর্তে আপনিও প্রত্যক্ষ করতে পারেন জ্বলজ্বলে ওই "আগুনের আংটি" । আসলে আজই (বৃহস্পতিবার) দশকের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব, এই সূর্যগ্রহণ (Solar Eclipse) আংশিকভাবে প্রত্যক্ষ করা যাবে ভারত থেকেও। আসলে চাঁদের আড়াল থেকে সূর্য বলয়ের যে সামান্য জ্যোতি ঠিকরে বেরিয়ে আসবে তা দেখে আমার-আপনার-আমাদের সবারই মনে হতে পারে যে, আকাশে যেন একটা আগুনের আংটি দেখা যাচ্ছে, সে এক দুর্লভ দৃশ্য। বৃহস্পতিবারের সূর্যগ্রহণ প্রথম দেখা যাবে সৌদি আরবের রিয়াদে। আমাদের দেশের মানুষও সাক্ষী (Solar Eclipse in India) থাকতে পারবেন ওই আগুনের আংটির। ভারতে আংশিক সূর্যগ্রহণটি (Solar Eclipse 2019) দেখা যাবে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র এবং দিল্লির বেশ কিছু অংশ থেকে।
www.ndtv.com/bengali