Bengali | Edited by Indrani Halder | Friday February 21, 2020
লখনউয়ের (Lucknow) গোমতী নগরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে হত্যা করার অভিযোগে গ্রেফতার (arrest) করা হল এক ব্যক্তিকে। অভিযুক্ত সেখানকার প্রাক্তন বিধায়কের (son of former MLA) ছেলে, বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র। বৃহস্পতিবার ২৩ বছর বয়সী প্রশান্ত সিং নামে এক ইঞ্জিনিয়ারিং পাঠরত ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়। গোটা ঘটনাটি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। জানা গেছে, লখনউয়ের বর্ধিষ্ণু অঞ্চলে গোমতী নগরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রশান্ত। সেই সময়েই তাঁর উপর হামলা চালায় পাঁচ-ছয় জনের একটি দুষ্কৃতি দল। তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনার (Uttar Pradesh's Murder) তদন্তে নেমে বিএসপির এক প্রাক্তন বিধায়কের ছেলে আমান বাহাদুরকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবার সকালেই গ্রেফতার করা হয় তাঁকে।
www.ndtv.com/bengali