Bengali | NDTV | Tuesday July 23, 2019
বিরোধীদের আপত্তিতে আমল না দিয়েই সোমবার লোকসভায় পাশ হয় “তথ্য জানার অধিকার আইনের সংশোধনী বিল”। তার একদিন পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ওই আইন সংশোধন প্রসঙ্গে মুখ খুললেন। তিনি অভিযোগ করেন যে লোকসভায় ওই বিতর্কিত সংশোধনী বিল পাশের মাধ্যমে কেন্দ্র আসলে “ঐতিহাসিক তথ্য জানার অধিকার আইন বিলোপ” করার চেষ্টা করছে। ওই “তথ্য জানার অধিকার আইনকে একেবারে গুরুত্বহীন করে দিল কেন্দ্র”, বলেন সনিয়া গান্ধি।
www.ndtv.com/bengali