Bengali | Reported by Vishnu Som, Edited by Biswadip Dey, Divyanshu Dutta Roy | Thursday October 17, 2019
১২০ জন যাত্রী নিয়ে নয়াদিল্লি থেকে কাবুলের উদ্দেশে (Delhi-Kabul Flight) যাত্রা করেছিল স্পাইসজেটের (SpiceJet) এক বিমান। যাত্রাপথে তাদের পথ রুদ্ধ করে পাকিস্তানের (Pakistan) বায়ুসেনা বিমান। এরপর তাদের পাকিস্তানের আকাশসীমার বাইরে যাওয়া পর্যন্ত তাদের সঙ্গেই উড়তে থাকে পাক বিমান। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অথবা ডিজিসিএ বৃহস্পতিবার একথা জানিয়েছে। ঘটনাটি ঘটেছিল ২৩ সেপ্টেম্বর। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি সংশয়ে ছিল যখন এটি পাকিস্তানের আকাশসীমার মধ্যে ঢুকেছিল। গণ্ডগোলটা হয়েছিল ‘কল সাইন' নিয়ে। এরপরই তাদের বাধা দেয় পাক বিমান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের বায়ুসেনার বিমানটি ছিল এফ-১৬। সেটি ভারতীয় বিমানটিকে নীচু হতে বলে।
www.ndtv.com/bengali