Bengali | NDTV | Sunday June 23, 2019
বিহারের মুজফ্ফরপুরে (Bihar's Muzaffarpur) একদিকে যখন এনকেফেলাইটিসে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা, ঠিক সেই সময়েই সেই সময়েই সেখানকার শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Sri Krishna Medical College and Hospital) আইসিইউয়ের ছাদের একাংশ ভেঙে পড়ে( ICU Roof Collapses) নয়া বিভ্রাট। যদিও এখনও পর্যন্ত ছাদ ভেঙে পড়ার ঘটনায় কারো আহত হওয়ার খবর মেলে নি। জানা গেছে, এখনও পর্যন্ত চলতি মাসেই ওই হাসপাতালে এনকেফেলাইটিসে (Encephalitis) আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে । শনিবারই সরকার পরিচালিত ওই হাসপাতালের কাছে একটি জঙ্গল লাগোয়া এলাকা থেকে শতাধিক নর কঙ্কাল( hundreds of skeletal) উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, প্রাথমিক ভাবে অনুমান, ওই কঙ্কালগুলি যাঁদের তাঁদের কোনো সংক্রামক রোগের কারণেই মৃত্যু হয়েছে।
www.ndtv.com/bengali