Bengali | NDTV | Monday April 22, 2019
Sri Lanka Blast: আবার বিস্ফোরণ (Explosion) কলম্বোয়। নিষ্ক্রিয় করার সময় পুলিশ ভ্যানে ফেটে গেল বোমা। জানা গিয়েছে কলম্বোর রাস্তায় একটি গির্জার (Church) পাশে এই ঘটনাটি ঘটেছে। এই গির্জাতেও আক্রমণ নেমে এসেছিল। ভ্যানের ভেতর বসে বোমা গুলি নিস্ক্রিয় করার কাজ চলছিল। সে সময় বিস্ফোরণ ঘটে বলে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের থেকে জানতে পেরেছে একটি সংবাদ সংস্থা। ঘটনা সম্পর্কে নিরাপত্তা আধিকারিকের বক্তব্য জানা যায়নি এখনও। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
www.ndtv.com/bengali