Bengali | NDTV | Wednesday December 19, 2018
মহাকাশে উড়ে গেল ‘রাগি পাখি'। ইসরোর এই নতুন উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনতে চলেছে। ভারতীয় বায়ু সেনাকেও প্রবল ভাবে সাহায্য করবে এই উপগ্রহ। আজ বিকেলেই শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে রওনা দিল এই উপগ্রহ। জিএসএটি-৭ এবং জিএসএটি-৬-এর সঙ্গে নতুন এই উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে। এটাই এ বছরে ইসরোর মহাকাশে পাঠানো শেষ উপগ্রহ।
www.ndtv.com/bengali