Bengali | Edited by Indrani Halder | Wednesday October 30, 2019
"স্থায়ী শান্তি ও সন্ত্রাসের অবসানের লক্ষ্যে ভারতকে পুরোপুরি সমর্থন করা হবে", সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা। তবে বুধবার তাঁরা (EU MPs) সংবাদমাধ্য়মের নির্বাচিত সদস্যদের সামনে বক্তব্য রাখেন, এই ক্ষেত্রে স্থানীয় কাশ্মীরি সংবাদ প্রচারমাধ্যমকে বাদ রাখা হয় বলে জানা গেছে। ইইউ-য়ের (European Umion) ২৩ জন সাংসদের একটি দল মঙ্গলবার সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে দেখে। কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই রাজ্যের (Jammu and Kashmir) কয়েকটি অংশে সফরকালের শেষে ডাল লেকে গিয়ে সেখানকার শিকারায় করে ভ্রমণ করেন তাঁরা। সরকার এই প্রথমবার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করা এবং এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পরে একটি আন্তর্জাতিক দলকে প্রবেশের অনুমতি দিল। বিরোধী দলগুলি যদিও এ নিয়ে প্রশ্ন তোলে যে, যেখানে ভারতের রাজনীতিবিদদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, সেখানে কীভাবে বিদেশী সাংসদদের এই রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
www.ndtv.com/bengali