Bengali | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Wednesday June 19, 2019
কেন্দ্রীয় সরকার একটি কমিটি গড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক দেশ এক নির্বাচন’-র সম্ভাব্যতা খতিয়ে দেখতে। বুধবার প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকের পরে একথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, বেশির ভাগ দল এই ভাবনাকে সমর্থন করেছে। পাঁচটি প্রধান দল, যার মধ্যে কংগ্রেসও রয়েছে, তারা এই বৈঠকে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ও মায়াবতী সরকারকে বিদ্রুপ করেছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং ডিএমকে প্রধান এমকে স্টালিনও বৈঠকে আসেননি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টি প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দলের তরফে প্রতিনিধিকে পাঠিয়েছিলেন বৈঠকে।
www.ndtv.com/bengali