Bengali | Edited by Deepshikha Ghosh | Friday March 15, 2019
নির্বাচনের জন্য প্রচারের (campaign for national election) অংশ হিসেবেই আজ চেন্নাইয়ে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই শহরের একটি কলেজে কয়েকশো পড়ুয়ার সঙ্গে একটি মুখোমুখি আলোচনা করেন রাহুল। শুধু আলোচনাই নয়, পড়ুয়াদের রাহুল বলেন, একমাত্র কঠিন প্রশ্নই যেন করা হয় তাঁকে। সকলেই রাহুল গান্ধীকে কাছে পেয়ে তাঁদের প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন। এরই মাঝে এক পড়ুয়াকে রাহুল বলেন, “আমাকে স্যার স্যার বলে না ডেকে তোমরা রাহুল বলেই ডাকবে প্লিজ?”
www.ndtv.com/bengali