Bengali | Monideepa Banerjie | Friday May 24, 2019
প্রধানমন্ত্রী বলেছেন, ৪০ জন তৃণমূল (TMC) বিধায়ক বিজেপির (BJP) সঙ্গে সংযোগ রেখে চলছিলেন। কিন্তু ফলাফল বেরনো শুরু হতেই , সেই সংখ্যাটা... কেউ কেউ দাবি করছেন... সেটা তিন অঙ্কে পৌঁছেছে। এবার তৃণমূল (TMC) থেকে বিজেপিতে যাওয়ার প্রথম ঘটনাটি শীঘ্রই ঘটতে চলেছে। শুভ্রাংশু রায় (Subhranghsu Roy), বীজপুরে তৃণমূলের বিধায়ককে দল থেকে সাসপেন্ড করা হয়েছে দলবিরোধী ক্রিয়াকলাপে অংশ নেওয়ার জন্য। এবং তিনি জানিয়ে দিয়েছেন, সমস্ত দরজাই তাঁর জন্য খোলা।
www.ndtv.com/bengali