Bengali | Upali Mukherjee | Monday September 2, 2019
প্রধানমন্ত্রীর সেই আহ্বানে উদ্ধুদ্ধ হয়ে গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi) বালি দিয়ে গণপতির মূর্তি গড়লেন ভুবনেশ্বরের আন্তর্জাতিক প্রশংসিত বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sudarsan Pattnaik)। পুরীর সমুদ্র সৈকতে তার চারপাশে এক হাজার প্লাস্টিকের বোতল সাজিয়ে রেখে তিনি জানান, একটিও প্লাস্টিক ব্যবহার না করে গড়া হয়েছে এই মূর্তি। এভাবেই সবাই প্লাস্টিক বর্জন করলে উন্নত হবে বিশ্ব পরিবেশ।
www.ndtv.com/bengali