Bengali | Written by Indrani Halder | Friday April 24, 2020
ভারত-বাংলাদেশ (India-Bangladesh border) হিলি সীমান্তে ত্রাণ বিলি করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হল বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে। করোনা (Coronavirus) পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের (West Bengal) বালুরঘাটে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজনের খোঁজখবর নিতে ও তাঁদের ত্রাণ বিলি করতেই সেখানে তিনি (Sukanta Majumder) যান। কিন্তু পুলিশ তাঁকে বালুরঘাটের মঙ্গলপুর ডিএভি স্কুলের সামনে আটকে দেয়। সুকান্ত সেখানেই দাঁড়িয়ে পড়েন। এই নিয়ে পুলিশকর্মীদের সঙ্গে সাংসদের একচোট কথা কাটাকাটিও হয়।পুলিশের দাবি, সাংসদ কোথাও গেলে সেখানে ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে লঙ্ঘিত হতে পারে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি। তাই সাংসদকে এগোতে দেওয়া যাবে না।
www.ndtv.com/bengali