Bengali | Press Trust of India | Thursday June 27, 2019
সুখেন্দুশেখর রায়(Sukhendu Sekhar Ray) বলেন, “২০১৮-এর জুলাইয়ে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাশ হয়, যে পশ্চিমবঙ্গ নাম পাল্টে বাংলা(Bangla) রাখা হবে, কিন্তু তারপর থেকে বিলটি এখনও কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন হয়ে পড়ে রয়েছে”। সাংবাদিকদের তিনি বলেন, এর অর্থ এই যে, বিলটি যেহেতু বকেয়া হয়ে কেন্দ্রের কাছে পড়ে রয়েছে, তার অর্থ, রাজ্যটির(West Bengal) নাম পরিবর্তন হোক, তা চায় না কেন্দ্র।
www.ndtv.com/bengali