Bengali | Press Trust of India | Wednesday April 17, 2019
Lok Sabha elections 2019: এবারের গরম, যাকে বলে, সুপার'হিট'! সেই গরম থেকে বাঁচার জন্য বেশ কিছু অতি পরিচিত, কিন্তু প্রতি গ্রীষ্মেই প্রাসঙ্গিক, এমন কিছু 'হিট'-উপদেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেগুলির মধ্যে রয়েছে- বেশি করে ফলের রস খাওয়া, কফি কম খাওয়া এবং সুতির জামাকাপড় পরা। ভোটের প্রচারের এসে একে অপরের বিরুদ্ধে রীতিমত কামান দেগে চললেও, একটি বিষয়ে প্রায় সকল দলের সব প্রার্থী ও বাঘাবাঘা নেতা-নেত্রীরাই ভীষণভাবে একমত যে, গোটা দেশ যেভাবে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্রাসে পড়েছে, তাতে তার সঙ্গে মাথাঠাণ্ডা রেখে লড়াই করাটাও ভোটে লড়ার থেকে কম কঠিন নয়! গরম থেকে বাঁচতে কী করছেন তিনি? এই প্রশ্নের উত্তরে সংবাদসংস্থা পিটিআই'কে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, “আমি নিজেকে পুরোপুরি সুগার-ফ্রি ডায়েটের ওপর রেখেছি, ভাই! নইলে প্রচারের দৌড়ঝাঁপ সামলানো মুশকিল”!
www.ndtv.com/bengali