Bengali | NDTV and Agencies | Wednesday March 27, 2019
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিক্রম দোরাইস্বামী বলেন, এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ নৌপথকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই গৃহীত। তিনি বলেন, “নদীর একটি নির্দিষ্ট পথ ব্যবহারের উপর অন্তর্দেশীয় জলপথের একটি প্রোটোকল স্বাক্ষরিত রয়েছে আমাদের। আমরা এবার আগামী শুক্রবার থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রুজ পরিষেবা শুরু করতে চলেছি। ভ্রমণের এই দুর্দান্ত বিকল্পে মানুষ সুন্দরবন থেকে ঢাকা পর্যন্ত একটি বিলাসবহুল জাহাজে (luxury vessels) সফর করতে পারবেন। দুই দেশের সীমান্তের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়েছে।
www.ndtv.com/bengali