Bengali | Edited by Indrani Halder | Tuesday August 11, 2020
১৫ অগাস্টের পর জম্মুর একটি জেলায় এবং কাশ্মীর উপত্যকার (Jammu and Kashmir) একটি জেলায় পরীক্ষামূলকভাবে ৪ জি (4G) ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি দেওয়া হবে, মঙ্গলবার সুপ্রিম কোর্টকে (Supreme Court) একথা জানালো কেন্দ্র। তবে শীর্ষ আদালতকে সরকারি তরফে একথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, সীমান্ত এলাকা বা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন কোনও অঞ্চলে এই ইন্টারনেট পরিষেবা এখনই চালু করা হবে না।
www.ndtv.com/bengali