Bengali | NDTV | Wednesday March 6, 2019
রাফাল (RAFALE) যুদ্ধবিমান নয়াদিল্লির প্রয়োজন, নিজেদের দেশকে পাকিস্তানি এফ ১৬ (F 16)-র মতো বিমানের হাত থেকে রক্ষা করার জন্য, যা সম্প্রতি আমাদের আক্রমণ করেছে। ফ্রান্সের এই যুদ্ধবিমান সংস্থার সঙ্গে চুক্তিটিকে ক্লিনচিট দেওয়াকে পুনরায় পর্যালোচনা করে দেখার জন্য যে মামলাটি চলছে, বুধবার প্রকাশ্য আদালতে সুপ্রিম কোর্টকে তা নিয়ে এই কথা জানান সরকারি আইনজীবী। সরকারি আইনজীবী অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল রাও রীতিমতো তর্ক করে বলেন, "রাফাল (RAFALE) ছাড়া নিজেদের আমরা বাঁচাব কী করে?" তিনি আরও যোগ করেন, "আমাদের মিগ ২১ (MIG 21) দারুণ লড়াই করে পাকিস্তানের এফ ১৬ (F 16) বিমানকে গুঁড়িয়ে দিয়েছিল ঠিকই। তবু, লড়াই করার জন্য আমাদের রাফালের (RAFALE) মতো যুদ্ধবিমান প্রয়োজন"
www.ndtv.com/bengali