Bengali | Edited by Biren Bhattacharya | Sunday November 24, 2019
মহারাষ্ট্রে সরকার গঠনের পিছনে রয়েছে দুটি চিঠি, একটি চিঠিতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে দাবি করে রাজ্যপালকে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ, অন্য একটিতে তাঁকে সরকার গঠনের দাবি জানিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, এই দুটি চিঠি সোমবার সকাল ১০.৩০টার মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সোমবারই, দেবেন্দ্র ফড়নবিশকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জাবি জানিয়েছিল শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস, তা থেকে স্বস্তি মিলেছে ফড়নবিশের। শনিবার, হঠাৎ করেই বিজেপি সরকার গড়ে ফেলে, তা নিয়েই আদালতের দ্বারস্থ হয় তিন দল। দেশের মানুষের ঘুম ভাঙার আগেই শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের দাবি, তাঁর ভাইপো রাজ্যপালকে ভুল বুঝিয়েছেন এবং তাঁর সংখ্যা নেই। এদিন সকালে, বিজেপি সাংসদ সঞ্জয় কাকাড়ে দেখা করেন শরদ পাওয়ারের সঙ্গে, দাবি করেন, এটা ব্যক্তিগত কারণে সাক্ষাৎ।
www.ndtv.com/bengali