Bengali | Edited by Indrani Halder | Wednesday December 18, 2019
২০১২ সালের নির্ভয়া গণধর্ষণ ও হত্যার মামলায় (Nirbhaya Case) মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা দোষী ৪ জনের মধ্যে একজনের করা আবেদনে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ দোষী অক্ষয় সিংয়ের মৃত্যুদণ্ডাদেশই বহাল রাখার সিদ্ধান্ত নিল। মঙ্গলবার এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন সর্বোচ্চ আদালতের (Supreme Court) প্রধান বিচারপতি এসএ বোবদে। তিনি বলেন, এই মামলায় যে আইনজীবী নির্ভয়ার মায়ের পক্ষ নিয়ে আদালতে সওয়াল করবেন তিনি তাঁর পরিবারেরই একজন সদস্য। ২০১২ সালে দিল্লিতে ২৩ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ ও হত্যা করা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত পাঁচ ব্যক্তির মধ্যে অক্ষয় সিং নামে অন্যতম দোষী ব্যক্তি নিজের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে পর্যালোচনা করার জন্যে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।
www.ndtv.com/bengali