Bengali | Edited by Indrani Halder | Wednesday February 19, 2020
কীভাবে দূষণ কমানো যায় তা নিয়ে মাথা ঘামাতে গিয়ে এবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরিকে (Supreme Court On Nitin Gadkari) সাহায্য করার জন্যে অনুরোধ জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বায়ু দূষণ (Air Pollution) মোকাবিলায় নীতিন গডকড়ির কাছে যেসব "অভিনব পরিকল্পনা" আছে তিনি যদি সেগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন তাহলে উপকৃত হবে দেশ, মনে করছে আদালত। তবে শীর্ষ আদালতের তরফ থেকে একথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে, দূষণ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় মন্ত্রীর (Nitin Gadkari) কাছে নিছকই পরামর্শ চাওয়া হয়েছে, তাঁকে কোনওভাবেই সমন পাঠানো হয়নি, তিনি যেন বিষয়টির ভুল ব্যাখ্যা না করেন।
www.ndtv.com/bengali