Bengali | Edited by Indrani Halder | Monday February 10, 2020
সুপ্রিম কোর্টের সংরক্ষণ সংক্রান্ত রায় নিয়ে সোমবার সংসদে তুমুল হট্টগোল বাঁধালেন বিরোধীরা। শুক্রবারই সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায়ে বলে, সরকারি চাকরি এবং পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ কোনও ব্যক্তির মৌলিক অধিকার নয়। শুধু তাই নয়, সরকারি চাকরি বা পদোন্নতির ক্ষেত্রে তপশিলি জাতি বা উপজাতিদের সংরক্ষণের ব্যবস্থা করার নির্দেশ কোনও রাজ্যের সরকারকে আদালত দিতে পারে না বলেও সর্বোচ্চ আদালত সাফ জানায়। আর ওই রায় নিয়েই বিরোধীরা সংসদে সরব হন। তবে সরকার পক্ষের থেকে বলা হয় এই রায় যেহেতু সর্বোচ্চ আদালত দিয়েছে তাই এ বিষয়ে কিছু করার নেই তাঁদের।
www.ndtv.com/bengali