Bengali | Edited by Indrani Halder | Saturday November 9, 2019
শনিবার দশক পুরনো আইনি বিবাদ মেটাতে অযোধ্যা জমি মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। অযোধ্যায় (Ayodhya) বিতর্কিত ২.৭৭ একর জমিতে তৈরি হবে মন্দির, এবং তা তৈরির জন্য তিনমাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ট্রাস্টি তৈরি করতে হবে, রায় দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এও জানিয়ে (Ayodhya Verdict) দেয় যে, অযোধ্যার বিকল্প ৫ একর জমি মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য দিতে হবে। বিকল্প জমির অবস্থান ঠিক করবে কেন্দ্র অথবা রাজ্য সরকার, বলে শীর্ষ আদালত (Supreme Court)। এদিনের রায়ে আরও বলা হয়েছে,“অযোধ্যার একটি দীর্ঘস্থায়ী, ভাল জায়গায়” সুন্নি ওয়াকফ বোর্ডকে ওই ৫ একর জমি দিতে হবে।
www.ndtv.com/bengali