Bengali | Indo-Asian News Service | Tuesday April 9, 2019
Lok Sabha elections 2019: রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ(surojit kar purokayastha) রাজ্যের পুলিশকর্তাদের ‘স্বাধীনভাবে' কাজ করতে দিচ্ছেন না বলে মঙ্গলবার অভিযোগ জানাল রাজ্য বিজেপি (BJP)। শুধু এই অভিযোগ জানানোই নয়, তার সঙ্গে সুরজিৎ কর পুরকায়স্থের(surojit kar purokayastha) অপসারণের দাবিও তারা জানাল নির্বাচন কমিশনের (Eelection Commission) কাছে। নিজেদের রাজনৈতিক সুবিধার জন্যই এই নিরাপত্তা উপদেষ্টার পদটি তৈরি করেছে রাজ্য সরকার, এই অভিযোগ করে পদটি তুলে দেওয়ার দাবিও জানাল গেরুয়া শিবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা(Rahul Sinha) বলেন, “শাসক দলের সুবিধা করে দেওয়ার জন্যই এই অযৌক্তিক পদটির সৃষ্টি করেছে রাজ্য সরকার। অবিলম্বে সুরজিৎ পুরকায়স্থকে এই পদটি থেকে সরিয়ে তারপর পদটিই বিলুপ্ত করার আর্জি আমরা রেখেছি নির্বাচন কমিশনের(Eelection Commission) কাছে”।
www.ndtv.com/bengali