Bengali | Edited by Biswadip Dey | Wednesday February 5, 2020
একটি সংসদীয় প্যানেল জানিয়ে দিল, ‘সারোগেট’ মা (Surrogate Mother) হতে গেলে কেবল ঘনিষ্ঠ আত্মীয় হতে হবে তা নয়। যে কোনও মহিলাই চাইলে এই পদ্ধতিতে (Surrogacy) মা হতে পারবেন। রাজ্যসভায় সারোগেসি (নিয়ন্ত্রণ) বিল খুঁটিয়ে দেখে ১৫টি পরিবর্তনের পরামর্শ দিয়েছে ২৩ সদস্যের নির্বাচন কমিটি। সেই পরিবর্তনের মধ্যে রয়েছে ‘বন্ধ্যাত্ব’-র সংজ্ঞাও। নিয়মানুযায়ী পাঁচ বছর কোনও সুরক্ষা না নিয়ে শারীরিক মিলনের পরেও যদি কোনও দম্পতির সন্তান না হয়, সেক্ষেত্রে তাঁরা সারোগেসির সাহায্য নিতে পারেন। কিন্তু কমিটির মতে, পাঁচ বছর সময় এক দীর্ঘ সময়কাল। কোনও দম্পতির পক্ষে এতদিন অপেক্ষা করা বেশ কঠিন।
www.ndtv.com/bengali