Bengali | Edited by Joydeep Sen | Wednesday December 25, 2019
বৃহস্পতিবার অর্থাৎ ২৬ ডিসেম্বর আংশিক সূর্য গ্রহণ চাক্ষুষ করবে বিশ্ব।ভারতীয় সময়ে (IST.) সকাল ৯টা ০৪ মিনিট থেকে কিছু কিছু অংশে দেখা যাবে এই গ্রহণ। যা চলবে প্রায় সাড়ে তিন ঘণ্টা অর্থাৎ ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এদেশের কলকাতা, মুম্বই বা দিল্লি-সহ দোহা, দুবাই, কুয়েত সিটি, করাচি, জাকার্তা, কুয়ালালামপুর, দাভাও আর সাইপ্যান থেকেও দেখা যাবে এই গ্রহণ। এই গ্রহণের প্রথম অংশ রিয়াধ আর সৌদি আরব সকাল ৭.৫৯ মিনিট নাগাদ দেখতে পারবে।তারপর যত পূর্বদিকে এগোবে সেই স্থানীয় সময় মতে দেখা যাবে গ্রহণ।যেহেতু পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এসে পরে এই গ্রহণ। ফলে আগুনের একটা বলয় আকাশে দেখা যাবে। যাকে 'রিং অফ ফায়ার' বলছেন জ্যোতিষ বিজ্ঞানীরা। সূর্যের আলোর ছটা চাঁদের দুদিক দিয়ে প্রতিফলিত হয়ে এই বলয় তৈরি করবে যা পৃথিবীর মানুষ 'আগুনের বলয়' হিসেবে দেখবে বলে জানান তাঁরা।
www.ndtv.com/bengali