Bengali | NDTV | Wednesday July 3, 2019
রাহুল গান্ধির(Rahul Gandhi) কংগ্রেস সভাপতি(Congress President) পদ ছেড়ে দেওয়ার পর সুশীল কুমার শিন্ডে (Sushil Kumar Shinde) বা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) মধ্যে থেকেই কোনও একজনকে দলের নতুন সভাপতি পদে বসানোর ভাবনা চিন্তা শুরু হয়েছে। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের(Congress) হারের দায় নিজের কাঁধে নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা খোলা চিঠিতে জানান রাহুল গান্ধি। এরপরেই দলের পরবর্তী প্রধান (New Chief) হিসাবে ওই দুই অভিজ্ঞ কংগ্রেস নেতার নাম আলোচনায় উঠে আসে। শেষ পর্যন্ত এই দুই নেতার মধ্যে কেউ কংগ্রেসের প্রধান হলে পিভি নরসিমা রাও এবং সীতারাম কেশরীর পর এই নিয়ে তৃতীয়বার নেহেরু-গান্ধি পরিবারের বাইরের কেউ কংগ্রেসকে(Congress) নেতৃত্ব দেবেন।
www.ndtv.com/bengali