Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday August 7, 2019
মঙ্গলবার রাতে প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজ (Sushma Swaraj)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এদিন বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হয়। সুষমা স্বরাজকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ছিলেন ভারতের সবচেয়ে শ্রদ্ধেয় রাজনৈতিক নেত্রী। শেষশ্রদ্ধা জানানোর জন্য তাঁর (Sushma Swaraj) দেহ রাখা হয় দলের সদর দফতরে। প্রয়াত নেত্রীকে শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, এলকে আদবানি, রাজনাথ সিং। মঙ্গলবার রাত ৯টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে নয়াদিল্লির এইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন সুষমা স্বরাজ (Sushma Swaraj)।
www.ndtv.com/bengali